কালিহাতীতে সম্পাই নদীর ভাঙনের মুখে পড়েছে কালী মন্দির – News Tangail

কালিহাতীতে সম্পাই নদীর ভাঙনের মুখে পড়েছে কালী মন্দির – News Tangail

শুভ্র মজুমদার, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা গ্রামের শতবর্ষ প্রাচীন শ্রী শ্রী ষড়ভুজ কালী মন্দির এবং মহাশ্মশান ঘাট সম্পাই নদীর ভাঙনের ফলে ধ্বংসের মুখে পড়েছে। এই মন্দির ও শ্মশান ঘাট, যা বল্লার হিন্দু সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য, এখন নদীর তীব্র ভাঙনের কবলে পড়েছে।

সাম্প্রতিক সময়ে দেখা গেছে, শ্মশান ঘাটের প্রায় ৩০ ফুট ইতোমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এমন অবস্থা চলতে থাকলে অচিরেই এই প্রাচীন মন্দির ও শ্মশান সম্পূর্ণরূপে নদীগর্ভে তলিয়ে যেতে পারে। এই হুমকিতে হিন্দু সম্প্রদায়সহ এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন।

কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক বাদল চন্দ্র পাল জানান, আমরা চরম আতঙ্কের মধ্যে আছি। প্রতিদিন যেভাবে নদী ভাঙছে, তাতে আমাদের ঐতিহ্যবাহী এই মন্দির ও শ্মশান অচিরেই হারিয়ে যাওয়ার সম্ভাবনা। মন্দির কমিটির সহ-সভাপতি প্রফুল্ল পাল, কোষাধক্ষ স্বপন বনিক, হিসাব রক্ষক অজিত সাহা, দুলাল চন্দ্র পাল, সনজিত সরকার, নিরাপত্তা প্রহরী নরেশ সাহা ও এলাকার বাসিন্দারা একই অনিশ্চয়তা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন।

এ মহাসংকট থেকে এই ঐতিহ্যবাহী মন্দির ও মহাশ্মশান ঘাটকে রক্ষা করতে স্থানীয় জনগণ দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করছেন। প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের কাছে এই ঐতিহ্যের রক্ষার আবেদন জানিয়েছেন এলাকাবাসী।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts