কালিহাতীতে ডেঙ্গু প্রতিরোধমূলক সভা – News Tangail

কালিহাতীতে ডেঙ্গু প্রতিরোধমূলক সভা – News Tangail

শুভ্র মজুমদার, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার উদ্যোগে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর (সোমবার) সকাল ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাত হুসেইন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, কালিহাতী থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূঁইয়া, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আরিফ হোসেন, কালিহাতী পৌরসভার ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার কুলসুম সোলায়মান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহীদুজ্জামান মাহমুদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফ আলী এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লিনিক মালিক সমিতির সভাপতি সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ, কালিহাতী আর এস মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, উপজেলার ছাত্র সমন্বয়ক বেলাল হোসেন এবং কালিহাতী প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক নূরন্নবী রবিন,সাংবাদিক শুভ্র মজুমদার, কালিহাতী পৌরসভার সিনিয়র অফিস সহকারী রফিকুল ইসলাম রফিক সহ আরও অনেকে।

বক্তারা ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা এবং সামাজিক উদ্যোগের সমন্বয়ের উপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, এডিস মশার বিস্তার রোধে প্রতিটি বাড়ির আশেপাশে জমে থাকা পানি এবং মশার বংশবৃদ্ধির উপযোগী স্থানগুলো নিয়মিতভাবে পরিষ্কার রাখা জরুরি। পরিত্যক্ত টায়ার, ফুলের টব, প্লাস্টিকের পাত্র বা অন্যান্য যেকোনো জলাধার যেখানে মশা ডিম পাড়তে পারে, তা দ্রুত ধ্বংস করতে হবে।

তারা আরও বলেন, ডেঙ্গুর লক্ষণ এবং প্রতিরোধের পদ্ধতি সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত প্রয়োজন। স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, এবং বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠান সমন্বিতভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সভায় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ কর্মসূচি প্রস্তাব করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাত হুসেইন বলেন, পৌরসভাকে নিয়মিতভাবে মশা নিধন কার্যক্রম চালিয়ে যেতে হবে, তবে এ ক্ষেত্রে সবার সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের পরিস্কার-পরিচ্ছন্ন থাকার জন্য উদ্বুদ্ধ করা উচিত, যাতে ভবিষ্যতে ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধ করা যায়। সভাটি সফলভাবে শেষ হয়, যেখানে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়া হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts