কালকিনিতে র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক – dailyfaridpurkantho.com

কালকিনিতে র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক – dailyfaridpurkantho.com

সোহাগ জামান # র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে মঙ্গলবার মাদারীপুরের কালকিনিতে অভিযান পরিচালনা করে। এসময় একাধিক মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ জহির খা (৩৫) কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে সন্ধ্যা ৭টার দিকে কালকিনি থানাধীন বড়চর কয়ারিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয় জহির খা’কে। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট থেকে জানা যায়, ধৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী ও কালকিনি থানার মাদক মামলার জিআর নং-১৬৬/১৪ এর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী। সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ মা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে কালকিনি থানায় একটি মাদক মামলা হয়েছে।


আরও পড়ুন…



বিশেষ প্রতিবেদক। ফরিদপুরের আলফাডাঙ্গায় আওয়ামী লীগ নেতা এবং তার পরিবারের ওপর হামলা ও লুটপাটের ঘটনায় …



সুমন ইসলাম। ফরিদপুরে ভাঙ্গায় এক প্রবাসীকে কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। উপজেলার ভাঙ্গা পৌর সদরের নওপাড়া …

Explore More Districts