কার্তিকের সঙ্গে চুপিসারে বিয়ের পিঁড়িতে শ্রীলীলা? ভাইরাল গায়ে হলুদের ছবি – DesheBideshe

কার্তিকের সঙ্গে চুপিসারে বিয়ের পিঁড়িতে শ্রীলীলা? ভাইরাল গায়ে হলুদের ছবি – DesheBideshe



কার্তিকের সঙ্গে চুপিসারে বিয়ের পিঁড়িতে শ্রীলীলা? ভাইরাল গায়ে হলুদের ছবি – DesheBideshe

মুম্বাই, ৩১ মে – সপ্তাহান্তে বলিউডপাড়া রীতিমতো সরগরম। শ্রীলীলার একটি নতুন ছবির ঝলকে অনুরাগীরা ও বলিউডের অন্দরমহল—দুই জায়গাতেই প্রশ্ন উঠেছে, অভিনেত্রী কি বিয়ের পিঁড়িতে বসেছেন? সেটা কি কার্তিক আরিয়ানের সঙ্গেই? ইতোমধ্যেই এই প্রশ্নে তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, শ্রীলীলার গায়ে হলুদ দেওয়া হচ্ছে। পাত্র-পাত্রী না জানা গেলেও ছবি দেখে বোঝা যাচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান। কোথাও তিনি ফুল দিয়ে সেজেছেন, কোথাও কপালে লাল টিপ, আবার একটি ছবিতে স্পষ্ট সিঁথিতে সিঁদুরও দেখা গিয়েছে—যা দেখে চমকে গেছেন অনুরাগীরা।

শাড়িতে সাবলীল সৌন্দর্য, মুখে লাজুক হাসি, আর পাত্রপাত্রীদের মতো সাজে এই মুহূর্তে ইন্টারনেটের একাধিক প্রশ্ন—শুধুই কি ফটোশ্যুট, নাকি কার্তিক আরিয়ানের সঙ্গে আসলে বাস্তবের রোম্যান্স পরিণতি পাচ্ছে? যদিও এই প্রশ্নের উত্তর এখনও জানা যায়নি।

উল্লেখ্য, অনুরাগ বসুর আগামী ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন কার্তিক আরিয়ান ও শ্রীলীলা। শুরু থেকেই এই জুটিকে ঘিরে তৈরি হয়েছে তুমুল উৎসাহ। এর মাঝে কার্তিকের পারিবারিক অনুষ্ঠানে শ্রীলীলার উপস্থিতি, তাদের ঘনিষ্ঠতা এবং এবার এই ‘গায়ে হলুদের’ ছবি নতুন করে জন্ম দিয়েছে জল্পনার।

তবে এই ছবি দেখে অনেকেই সন্দেহ করছেন, এটি আসলে কোনও ছবিরই একটি দৃশ্য বা সম্ভবত কোনও ব্র্যান্ড শ্যুট। কেউ কেউ আবার দাবি করছেন, এটি নায়িকার জন্মদিন উপলক্ষে আয়োজিত কোনও সাংস্কৃতিক রীতির অংশ।

যদিও জন্মদিনের বিষয়টিও মিলছে না— শ্রীলীলার জন্মদিন ১৪ জুন। একাধিক মন্তব্যে উঠে এসেছে দক্ষিণী নারীদের ফুল ও সিঁদুর পরার চলের প্রসঙ্গ, আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, যদি এটি জন্মদিন হয় তবে মাথায় সিঁদুর কেন? জন্মদিনের অনুষ্ঠানেই বা কেন সিঁদুর পরবেন নায়িকা?

যে যাই বলুক, গোটা বিষয়টি এখনও পর্যন্ত ধোঁয়াশাই রয়ে গেছে। কোনও নিশ্চিত বক্তব্য আসেনি কার্তিক আরিয়ান বা শ্রীলীলার পক্ষ থেকে। ফলে উত্তর মিলতে হলে অপেক্ষা করতেই হবে বলিপাড়ার এই জুটির পরবর্তী পদক্ষেপের দিকে।

এনএন/ ৩১ মে ২০২৫



Explore More Districts