- নারায়ণগঞ্জ, শহর
- নানা আয়োজনে নারায়ণগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই : শিক্ষা উপদেষ্টা রফিকুল আবরার
- আপডেট টাইম : জুলাই, ৭, ২০২৫, ৫:৩৫ অপরাহ্ণ
- 81 পড়েছেন
নারায়ণগঞ্জ প্রতিদিন: :
শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, কারিগরি শিক্ষার কোন বিকল্প নাই। নতুন বাংলাদেশ গড়ার জন্য সামনের সারির কারিগর হবে কারিগরি শিক্ষার্থীরা,তাই হাতে কলমে কাজ করার সময় এখন চলে এসেছে।
তিনি বলেন, বিশ্ব ব্যবস্থা এমন জায়গায় পৌঁছে গিয়েছেযে প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক শিখতে হবে। বর্তমান রাষ্ট্রের চাওয়া,প্রতিটি শিক্ষার্থীই যেনো কারিগরি দক্ষতা গ্রহণ করে দেশের সম্পদে পরিনত হয়।
তিনি আরোও বলেন,জুলাই আন্দোলনে ছাত্র-শিক্ষক, অভিভাবক,শ্রমিক সহ সকলের অংশগ্রহণে নুতন বাংলাদেশ গড়ে তুলেছে,এদেশের নতুন প্রজন্ম।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গোকুলদাশের বাগ এলাকার জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার এসএসসি ভোকেশনাল, স্কুল এন্ড বি.এম কলেজে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ও শিক্ষা প্রতিষ্ঠানটির সভাপতি মোঃ জামাল উদ্দিন।