আপডেটঃ 3:18 pm | March 13, 2022
প্রদীপ ভৌমিক ॥ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী জুনের মধ্যে মেয়াদোত্তীর্ণ জেলা ,মহানগর , উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির সম্মেলন গুলি সমাপ্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে এ ব্যাপারে কেন্দ্রীয় কমিটি কর্তৃক দায়িত্বপ্রাপ্ত জেলার সাংগঠনিক কমিটির নেতৃবৃন্দকে দিক নির্দেশনাও দেওয়া হয়েছে। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগূলিকে এত দ্রুততম সময়ের মধ্যে পুনর্গঠন করা সম্ভব কিনা তা নেতাকর্মীরা বুঝে উঠতে পারছে না তবে অনেকেই মনে করছেন দলীয় গঠনতন্ত্রের নিয়ম কে পাশ কাটিয়ে বিশেষ ফর্মুলায় কমিটিগুলি করা সম্ভব এত অল্প সময়ের মধ্যে। কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা কোন কোন উপজেলার ক্ষেত্রে এটি করছেন বলে দৃশ্যমান হয়। পরবর্তীতে এব্যাপারে লিখব আজ ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের নেতৃত্বে যারা আসতে চাচ্ছেন তাদের সম্বন্ধে লিখতে চাই। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বর্তমান সভাপতি অ্যাড: জহিরুল হক খোকা পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পালনের প্রত্যাশী। সভাপতি হিসেবে আর যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন সাবেক জেলা যুবলীগের সভাপতি বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ পাঠান, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নেতা অ্যাডভোকেট জালাল উদ্দিন আহমেদ, সাবেক হালুয়াঘাট উপজেলার চেয়ারম্যান ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহমেদ খান, জেলা আওয়ামী লীগের বর্তমান সহ সভাপতি এডভোকেট পীযূষ কান্তি সরকার। ময়মনসিংহ জেলা জাতীয় শ্রমিক লীগের আফতাব উদ্দিন আহমেদ পোস্টারের মাধ্যমে তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী বলে জানান দিয়েছেন। নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আরও দুটি নাম প্রচারিত আছে সভাপতি হিসেবে তারা হলেন বর্তমান সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু ও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাংলাদেশ চেম্বার অব কমার্সের সহ সভাপতি আমিনুল হক শামীম। বর্তমান ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড, মোয়াজ্জেম হোসেন বাবুল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে চান কিন্তু জননেত্রী শেখ হাসিনা যদি তাকে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব তার উপর অর্পণ করেন তাহলে তিনি তা সুষ্ঠুভাবে পালন করবেন বলে আশা পোষণ করেন। ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম কে টেলিফোনে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন তিনি মহানগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তবে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভানেত্রী যদি মনে করেন ময়মনসিংহ জেলার সভাপতি হিসেবে উনাকে দায়িত্ব অর্পণ করবেন তাহলে তাতে উনার কোন আপত্তি থাকবে না। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আমিনুল হক শামীমের কাছ থেকে কোন সরাসরি বক্তব্য পাওয়া যায়নি তবে বিপুলসংখ্যক উনার সর্মথক ও উনার কাছের লোকদের প্রত্যাশা উনাকেই ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি করা হোক।ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে যাদের কথা শুনে যাচ্ছে তারা হলেন বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবূল, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, সাবেক জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এম এ কুদ্দুস, সাবেক ময়মনসিংহ জেলা ছাত্রলীগের দুঃসময়ের ত্যাগী নেতা সাবেক সাধারণ সম্পাদক শওকত জাহান মুকুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রলীগের সভাপতি আহমদ আলী আকন্দ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমান ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান অনু। ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান শান্ত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ প্রাপ্তির ব্যাপারে প্রত্যাশী. ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাবেক ময়মনসিংহ জেলা ছাত্রলীগ নেতা এডভোকেট নুরুজ্জামান খোকন জানিয়েছেন তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদটির দাবিদার।এছাড়াও জনশ্রুতি আছে বর্তমান গণপূর্ত ও গৃহায়ন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ দলের গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন। তবে অধিকাংশ নেতাকর্মীরা মনে করেন পূর্ববর্তী কমিটির মত জেলা আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার উপর নির্ভর করে।