‘ওয়াশিংটন পোস্ট’ ওই ঘটনার বিস্তারিত ভিজ্যুয়াল বিশ্লেষণ করেছে। তাতে ড্রোন হামলার ক্ষয়ক্ষতিই উঠে এসেছে। সেখানে কেবল একটি বিস্ফোরণের চিহ্ন রয়েছে।
‘ওয়াশিংটন পোস্ট’ ও ‘নিউইয়র্ক টাইমস’–এর তদন্তে ওই গাড়িচালকের পরিচয় তুলে ধরা হয়েছে। তাঁর নাম জেমারি আহমাদি। ৪৩ বছর বয়সী এই ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আফগানিস্তানে ক্যালিফোর্নিয়াভিত্তিক সংস্থা নিউট্রিশন অ্যান্ড এডুকেশন ইন্টারন্যাশনালে দীর্ঘদিন ধরে কাজ করতেন। ‘নিউইয়র্ক টাইমস’কে তাঁর স্বজনেরা বলেছেন, আহমাদি ও তাঁর পরিবারের আরেক সদস্য যিনি মার্কিন সেনাদের কন্ট্রাক্টর হিসেবে কাজ করেছিলেন, তাঁরা যুক্তরাষ্ট্রে শরণার্থী হিসেবে আবেদন করেছিলেন।
আহমাদির পরিবার ও সহকর্মীদের তথ্য অনুযায়ী, যে সাদা সেডান আহমাদি চালাতেন, সেটি নিউট্রিশন অ্যান্ড এডুকেশন ইন্টারন্যাশনালের। ২৯ আগস্ট তিনি বিভিন্ন স্থানে থেমেছিলেন তাঁর কাজের জন্য। এর মধ্যে ছিল তাঁর বসের ল্যাপটপ নেওয়া ও সহকর্মীদের পৌঁছে দেওয়া। মার্কিন নজরদারির ড্রোন যে ভারী বস্তু তিনজনকে গাড়িতে ভর্তি করতে দেখেছিল, সেগুলো মূলত পানির কনটেইনার ছিল বলে নিউইয়র্ক টাইমস–এর তদন্তে উঠে এসেছে। কাবুলে তালেবানের নিয়ন্ত্রণ নেওয়ার পর বাড়িতে পানি সরবরাহ বন্ধ থাকায় অফিস থেকে পানি নিচ্ছিলেন আহমাদি।