কায়াকিং করতে গিয়ে রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে জেলার বালুখালীর ‘স্বর্ণদ্বীপ আইল্যান্ড’ নামের রিসোর্টের পাশে এ ঘটনা ঘটে।
নিহত পর্যটকের নাম মো. ইফরাত (২৬)। তিনি রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজার এলাকার মো. ওয়াসিমের ছেলে। ওই রিসোর্টেই তিনি বন্ধুদের সঙ্গে বেড়াতে এসেছিলেন।


