কাপ্তাই সঙ্গীত প্রতিভা অন্বেষণের চতুর্থ রাউন্ডে লোকগানের জমজমাট লড়াই | PaharBarta.com

কাপ্তাই সঙ্গীত প্রতিভা অন্বেষণের চতুর্থ রাউন্ডে লোকগানের জমজমাট লড়াই | PaharBarta.com

purabi burmese market

“বাংলা গানের চর্চার পাশাপাশি পাহাড়ে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে আরোও ব্যাপকভাবে ছড়িয়ে দেবার লক্ষ্যে এবং তাদের থেকে উদীয়মান প্রতিভাকে তুলে আনার লক্ষ্যে রাঙামাটির কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে গত ৩ জুন উদ্বোধন করা হলো কাপ্তাই সঙ্গীত প্রতিভা অন্বেষণ ২০২৩।

তারই ধারাবাহিকতায় আজ বুধবার (৫ জুলাই) বেলা ৩টা হতে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হলো কাপ্তাই সঙ্গীত প্রতিভার চতুর্থ রাউন্ড।

এতে তৃতীয় রাউন্ডে বিজয়ী ২০জন বাংলা গানের শিল্পী গাইলো লোকগীতি এবং মারমা, তনচংগ্যা, চাকমা, পাংখোয়া, বম, লুসাই ও খিয়াং ভাষার শিল্পীরা গাইলো তাদের স্ব-স্ব ভাষার গান। এছাড়া প্রতিযোগিতার আগে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা মনোমুগ্ধকর একক, দ্বৈত ও সমবেত সংগীত পরিবেশন করেন।

এই বিষয়ে আরও

এর আগে এদিন বিকেলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চতুর্থ রাউন্ড এর উদ্বোধন করেন কাপ্তাই ওয়াগ্গাছড়া ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাব্বির আহমেদ এএসসি।

এসময় তিনি বলেন, বাংলা গানের প্রসারের পাশাপাশি ক্ষুদ নৃ-গোষ্ঠীর সংস্কৃতি প্রচার ও প্রসারে এই আয়োজন অন্যন্য ভূমিকা পালন করবে বলে আমি আশা করছি।

dhaka tribune ad2

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিল্পকলা একাডেমির সভাপতি রুমন দে এর সভাপতিত্বে সঙ্গীত প্রতিভা অন্বেষণ এর সদস্য সচিব ও উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক মংসুইপ্রু মারমার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সীমান্ত পরিবার কল্যান সংস্থা (সীপকস) কাপ্তাই উপ শাখার সাধারণ সম্পাদিকা মৌটুসী খন্দকার, কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মারজান হোসাইন।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি ও সঙ্গীত প্রতিভা অন্বেষণ এর আহবায়ক ডা: প্রবীর খিয়াং। লোকগানে বিচারক এর দায়িত্ব পালন করেন বেতার ও টিভি শিল্পী সুপর্না রায় চৌধুরী।

Explore More Districts