কাপ্তাই বিদ্যুৎ বিতরণ অফিস থেকে ট্রান্সমিটার চুরি – Chittagong News

কাপ্তাই বিদ্যুৎ বিতরণ অফিস থেকে ট্রান্সমিটার চুরি – Chittagong News

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কাপ্তাই বিতরণ অফিসের ভান্ডারে রক্ষিত ৩টি ২৫ কেভিএ সিঙ্গেল ফেইজ ট্রান্সমিটার চুরির ঘটনা ঘটেছে। 

বুধবার (১২ মার্চ) রাতে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ অফিসে এ ঘটনা ঘটে। এ বিষয়ে রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করার পর ঘটনাস্থলে গিয়ে পুলিশ তদন্ত করছে।

কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী শামসুল আরেফীন জানান, রাতে অফিসের ভান্ডার কক্ষ থেকে তিনটি ট্রান্সমিটার চুরির ঘটনা ঘটেছে। যেগুলোর মূল্য আনুমানিক ৫ লাখ টাকার হতে পারে। তবে সেগুলো নষ্ট ছিলো বলেও তিনি জানান। এছাড়া ঘটনাটি থানায় জানানো হয়েছে।

এদিকে রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হাওলাদার জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত বলা যাবে।

জেএনএন/সিটিজিনিউজ

Explore More Districts