কাপ্তাই এলপিসি শাখা ইউনিট পরিদর্শনে বিএফআইডিসির চেয়ারম্যান | PaharBarta.com

কাপ্তাই এলপিসি শাখা ইউনিট পরিদর্শনে বিএফআইডিসির চেয়ারম্যান | PaharBarta.com

purabi burmese market

রাঙামাটি জেলার কাপ্তাই লাম্বার প্রসেসিং কমপ্লেক্স (এলপিসি) ও করাতকল ইউনিটের সরকারি পরিত্যক্ত জায়গা কাজে লাগিয়ে মুনাফা বৃদ্ধি করতে হবে।

আজ শনিবার (১৫ জুলাই) সকাল ১০টা হতে ১টা পর্যন্ত বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন এর (বিএফআইডিসি) চেয়ারম্যান ও সরকারের অতিরিক্ত সচিব মো.নাসির উদ্দীন আহমেদ কাপ্তাই এলপিসি ইউনিট শাখা পরিদর্শন শেষে ইউনিটের প্রধান শাখা কার্যালয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল সংক্রান্ত প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

এই বিষয়ে আরও

তিনি আরোও বলেন, নিজ নিজ জায়গা হতে সকলে মিলে কাজ করলে প্রতিষ্ঠানটি আরোও লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তরিত হবে। এসময় বিএফআইডিসির মহা-ব্যবস্থাপক (রাবার) মো.ফারুক হোসনে ও চট্টগ্রাম জোনের মহা-ব্যবস্থাপক এ.এস.এম শাহাজাহান সরকার, কাপ্তাই এলপিসি শাখা ইউনিট প্রধান সহ-মহাব্যবস্থাপক তীর্থ জিৎ রায়’সহ এলপিসির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে পরিদর্শন শেষে ২০ লাখ টাকা ব্যয়ে এলপিসি ইউনিটের কাজের অগ্রগতির জন্য নতুন স্থাপনকৃত সিএনসি মেশিন উদ্ধোধন করেন বিএফআইডিসির চেয়ারম্যান।


Explore More Districts