কাপ্তাইয়ে ৬৯৭ জন জেলে’কে ভিজিএফ এর চাল বিতরণ | PaharBarta.com

কাপ্তাইয়ে ৬৯৭ জন জেলে’কে ভিজিএফ এর চাল বিতরণ | PaharBarta.com

purabi burmese market

রাঙামাটির কাপ্তাই লেকে মৎস্য আহরণ বন্ধকালীন সময়ে কাপ্তাই উপজেলা প্রশাসনের পক্ষ হতে ৬ শত ৯৭ জন জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে।

আজ সোমবার (৫ জুন) সকাল ১১ টায় ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চত্বরে তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এই বিষয়ে আরও

কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ এর সভাপতিত্বে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এনামুল হক হাজারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, কাপ্তাই রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুরাদ, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত’সহ ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন জানান, মাছ ধরা নিষিদ্ধ মৌসুমে কাপ্তাই লেকের উপর নির্ভরশীল ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর ৬ শত ৭৫ জন এবং ৩ নং চিৎমরম ইউনিয়ন এর ২২ জন সহ সর্বমোট ৬ শত ৯৭ জনকে মে ও জুন মাসের ২০ কেজি করে মোট ৪০ কেজি চাল বিতরণ করা হয়।


Explore More Districts