কাপ্তাইয়ে ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করলেন ইউএনও | PaharBarta.com

কাপ্তাইয়ে ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করলেন ইউএনও | PaharBarta.com

purabi burmese market

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ঢাকাইয়া কলোনিতে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত বাসিন্দাদের নিকটবর্তী আশ্রয়কেন্দ্র আসার অনুরোধ করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে।

আজ রবিবার (১৪ মে) বিকেল সাড়ে ৩টায় তিনি এই এলাকায় গিয়ে জনসাধারণের সাথে কথা বলেন এবং তাদেরকে ঘুর্ণিঝড় “মোখার” আঘাতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে নিরাপদ আশ্রয়ে আসার অনুরোধ জানান। এসময় ইউএনও বলেন, আপনারা আশ্রয় কেন্দ্রে যান, আমরা সব ধরনের ব্যবস্থা নিব।
পরে তিনি কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন।

এই বিষয়ে আরও

এসময় কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান, কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুরাদ’সহ স্থানীয় জনপ্রতিনিধি,পুলিশ, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্টের সদস্য এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন বিভাগের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কাপ্তাই উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঘুণিঝড় “মোখা” ও সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় উপজেলার ৫ টি ইউনিয়নে ১৭ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।


Explore More Districts