কাপ্তাইয়ের বীর কুমার তঞ্চঙ্গ্যার সাইকেলে ৬৪ জেলা ভ্রমন | PaharBarta.com

কাপ্তাইয়ের বীর কুমার তঞ্চঙ্গ্যার সাইকেলে ৬৪ জেলা ভ্রমন | PaharBarta.com

purabi burmese market

বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমন শেষে ঘরে ফিরলেন রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়ন এর ৪নং ওয়ার্ডের কুকিয়াছড়ি পাড়ার বাসিন্দা বীর কুমার তঞ্চঙ্গ্যা।

আজ মঙ্গলবার (১৮ জুলাই) ৬৪ জেলা ভ্রমন শেষ নিজ জেলা রাঙামাটিতে এসে ভ্রমন যাত্রার সমাপ্ত ঘোষনা করেন এই তরুন। বীর কুমার তঞ্চঙ্গ্যার পিতা সুশীল তঞ্চঙ্গ্যা এবং মাতা কুশিক্কো তঞ্চঙ্গ্যা।

এই বিষয়ে আরও

বীর তঞ্চঙ্গ্যা জানান, ছোটবেলা থেকেই ভ্রমনপিপাসু ছিলেন তিনি। আমার স্বপ্ন ছিলো সাইকেল ৬৪ জেলা ভ্রমনের। অবশেষে স্বপ্ন পূরণের সময় এলো। গত ৮ই জুন বাই সাইকেল নিয়ে বের হয়ে যান ৬৪ জেলা ভ্রমনে। প্রথমে তিনি ফেনী জেলা অতিক্রম করে অনান্য জেলা ভ্রমন শুরু করেন। এছাড়া তিনি তিনটি প্রতিপাদ্য নিয়ে ৬৪ জেলা ভ্রমনের পাশাপাশি প্রচারনা চালিয়েছেন। সেগুলো হলো, গাছ কাটা থেকে বিরত থাকুন, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু রোধ করুন এবং রক্ত দান করুন, মানুষের জীবন বাঁচান।

এছাড়া বীর কুমার তঞ্চঙ্গ্যা ৬৪ জেলার বিভিন্ন সাইকেলিং গ্রুপের সাথে দেখা করেছেন এবং স্থানীয় কিছু দর্শনীয় স্থান ভ্রমন করেছেন বলে জানান। পাশাপাশি আগামীকাল বুধবার রাঙামাটি জেলা প্রশাসকের সাথে দেখা করবেন বলে তিনি জানিয়েছেন।

বীর কুমার তঞ্চঙ্গার পরবর্তী ইচ্ছে সাইকেলে করে ভারতের ২৮ রাজ্য ভ্রমণ করা।

dhaka tribune ad2


Explore More Districts