কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু – Daily Gazipur Online

কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার সেলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের শহীদুল্লাহ ভূঁইয়া (৫৪) ও তার স্ত্রী ফেরদৌসী আক্তার (৪২)। শহীদুল্লাহ কির্ত্তুনিয়া ইছব আলী ভুইঁয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদে ছিলেন।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে বাড়ির পাশের পুকুর থেকে মাছ ধরার প্রস্তুতি নেন শহীদুল্লাহ। পুকুরের পানি সেচের জন্য একটি বৈদ্যুতিক মোটর স্থাপন করেন তিনি। মোটরে বিদ্যুৎ সংযোগ করতে গিয়ে অসাবধনাবশত বিদ্যুতায়িত হন ওই শিক্ষক। বিষয়টি টের পেয়ে স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হন স্ত্রী ফেরদৌসীও। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেডিকেলে নেওয়ার পথেই তারা মারা যান।
কাপাসিয়া থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে ওই দম্পতি মারা গেছেন। পরিবারের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

The post কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু appeared first on Daily Gazipur Online.

Explore More Districts