রাজশাহী নগরীর উপকন্ঠ কাপাশিয়ায় অবস্থিত কাপাশিয়া উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় আজ শনিবার সকালে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ২৬ শে মার্চ ২০২২ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ আয়েন উদ্দিন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাটাখালী পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মোঃ জহুরুল আলম রিপনসহ নেতৃবৃন্দ।। আয়োজিত ২৬ শে মার্চ ২০২২ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি, চিত্রাংকনসহ বিভিন্ন ম্যাচ বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।