কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়ন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।এ কমিটি অনুমোদন উপলক্ষে কানাইঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে মঙ্গলবার রাত ৮টায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি হাজী কয়ছর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শমসের আলমের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন কানাইঘাট পৌর মুক্তিযোদ্ধা দলের সভাপতি হাজী জালাল আহমদ, উপজেলা শাখার সভাপতি বশির উদ্দিন, যুবদল নেতা বদরুল আলম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কানাইঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি হাজী কয়ছর রশীদ ও সাধারণ সম্পাদক শমসের আলমের যৌথ স্বাক্ষরে বড়চতুল ইউনিয়ন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটিতে সভাপতি পদে মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক পদে আবুল হাসনাত ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সাহাব উদ্দিনকে মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এ সময় নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সকলে জাতীয়তাবাদী দল বিএনপির সকল কর্মসূচিতে সক্রিয় ভাবে অংশগ্রহণ করে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার আহবান জানান।


