কানাইঘাটে ১ কোটি টাকার ভারতীয় জিরার চালান জব্দ

কানাইঘাটে ১ কোটি টাকার ভারতীয় জিরার চালান জব্দ

কানাইঘাটে ১ কোটি টাকার ভারতীয় জিরার চালান জব্দ

সিলেটের কানাইঘাটে বর্ডার গার্ড বাংলাদেশ জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি এর সুরইঘাট ক্যাম্পের বিশেষ অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় জিরার চোরাচালান আটক করে জব্দ করা করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়,কানাইঘাট পৌরসভার নন্দিরাই বাইপাস সড়ক থেকে ট্রাকভর্তি এ জিরার চালান আটক করেছে স্থানীয় সুরইঘাট বিওপির বিজিবির অভিযানিক দল।

এদিকে ১৯ বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, বৃহস্পতিবার ২০ নভেম্বর সকাল সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুরাইঘাট বিওপির একটি টহল দল কানাইঘাট পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ধানের তুষভর্তি একটি সন্দেহজনক ট্রাককে থামানোর সংকেত দিলে সেটি দ্রুত পালানোর চেষ্টা করে।বিজিবি সদস্যরা প্রায় আধা ঘণ্টা ধাওয়া করে কানাইঘাট–সিলেট সড়ক থেকে মালিকবিহীন অবস্থায় ট্রাকটি আটক করতে সক্ষম হয়।ট্রাকটি তল্লাশির সময় ধানের তুষের বস্তার নিচে সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা পাওয়া যায়। ট্রাকভর্তি মালামালগুলো উদ্ধার করে বিজিবি জানায় মোট জিরা উদ্ধার হয়েছে ৫,৩৬৫ কেজি। ট্রাকসহ মোট সিজারমূল্য ১ কোটি ৩ লাখ ৬৫ হাজার টাকা।

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার পিএসসি এর বরাত দিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম এবং চোরাচালানবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। জব্দকৃত সব মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি বলেন,সীমান্তে অবৈধ পণ্য পাচার রোধে বিজিবির অভিযান ধারাবাহিকভাবে চলবে।

Explore More Districts