কানাইঘাট ট্রাফিক পুলিশের চেকপোস্টে ভারতীয় নাসির বিড়িসহ আটককৃত ২ জনকে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
জানা যায়, কানাইঘাট সার্কেলের এএসপি সালমান নুর আলম বৃহস্পতিবার বিকেলে গোপন সাংবাদের ভিত্তিতে জানতে পারেন ভারতীয় নাসির বিড়িবাহী একটি মিনি কাভার্ডভ্যান কানাইঘাট পৌর শহর দিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে।সংবাদ পেয়ে তাৎক্ষণিক কানাইঘাট সার্কেলের এএসপি সালমান নুর আলম চেকপোস্ট অবস্থানরত ট্রাফিক পুলিশকে গাড়টি আটকের নির্দেশনা দেন।নির্দেশনা পেয়ে কানাইঘাট ট্রাফিক পুলিশের সার্জেন্ট সম্বিত সুন্দর দাস একদল ট্রাফিক পুলিশ নিয়ে নন্দিরাই বাইপাস মোড়ে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে চেকপোস্ট পরিচালনা কালে মিনি কাভার্ডভ্যান তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ৪৭ কার্টুন ভারতীয় নাসির বিড়ি সহ ২ জনকে আটক করতে সক্ষম হন। পরে কানাইঘাট থানা পুলিশের সহায়তায় আটককৃত ২জন সহ আনুমানিক মূল্য সাড়ে ৯ লক্ষ টাকা ৪৭ কার্টুন ভারতীয় নাসির বিড়ি এবং অনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকার আটককৃত ঢাকা মেট্রো- ১৯-২৮৭৮ রেজি নং এর একটি কভার্ডভ্যান জব্দ করে পুলিশি হেফাজতে রাখা হয়।জব্দ তালিকা পূর্বক কানাইঘাট থানার এসআই মোঃ মিজানুর রহমান ৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন।কানাইঘাট থানার মামলা নং-৪,তাং ৫/১২/২৫ইং।
আসামীরা হলেন-আটকৃত জৈন্তাপুর উপজেলার মানিকপাড়া গ্রামের আবুল হোসেন পুত্র নাইম আহমদ (২৫), বশির উদ্দিনের পুত্র মাহতাব উদ্দিন (২৬), পলাতক আসামি কানাইঘাট উপজেলার বড়বন্দ ৩য় খন্ড গ্রামের মৃত আব্দুল মুছব্বিরের পুত্র মোঃ জহির উদ্দিন (৫০)। আসামীদের শুক্রবার সকালে আদালে প্রেরণ করে পুলিশ।
কানাইঘাট জৈন্তাপুর সার্কেলের এএসপি সালমান নুর আলম যোগদানের পর থেকে চোরাচালান,মাদকসহ অপরাধ কর্মকান্ড রোধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে সার্বিক আইনশৃঙ্খলার উন্নতির লক্ষে থানা পুলিশকে দিক নির্দেশা দিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় থানা পুলিশ গত ১৬ নভেম্বর রবিবার সকালে ৯৯ বস্তা ভারতীয় পিঁয়াজের চালান, ২১ নভেম্বর শুক্রবার ভারতীয় ২৯ বস্তা পিঁয়াজের চালান ও ২২ নভেম্বর শনিবার ট্রাফিক পুলিশ ভারতীয় ৪০৭৪ পিসের ঔষধীয় ক্রীমের চালান, ৪ ডিসেম্বর ট্রাফিক পুলিশ ভারতীয় ৪৮ কার্টুন নাসির বিড়ি আটক করে। এসব ভারতীয় মালামাল আটকের ঘটনায় কানাইঘাট থানা পুলিশ পৃথক পৃথক মামলা দায়ের করে।


