সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের রাঙ্গারাই গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন চাচাত ভাই ও ভাতিজার হামলায় নির্মমভাবে খুন হয়েছেন নুরুল ইসলাম ওরফে ছানা মিয়া (৫০) নামের এক দিনমজুর।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলার হারাতৈল রাঙ্গারাই গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রীসহ ৫ শিশু সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, হারাতৈল রাঙ্গারাই গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে নুরুল ইসলাম ছানা মিয়া’র সাথে একই বাড়ির তারই চাচাত ভাই বাবুল আহমদ ও তার পরিবারের সদস্যদের বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার দুপুরে নুরুল ইসলাম সনা’র শিশু সন্তান বাবুল আহমদের সীমানায় মল ত্যাগ করে। এ নিয়ে দুই পরিবারের মাঝে ঝগড়া শুরু হলে ধারালো অস্ত্র দিয়ে নুরুল ইসলাম সনা’র বসতবাড়ীতে ঢুকে অর্তকিত হামলা চালায় বাবুল আহমদ ও তার ছেলে মুমিন আহমদ সহ পরিবারের সদস্যরা। এসময় ধারালো অস্ত্রের আঘাতে নুরুল ইসলাম ও তার স্ত্রী রিনা বেগম এবং ৫ শিশু সন্তান গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এদিকে নিহতের স্ত্রী রিনা বেগমের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল আউয়াল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বলেন,অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশি অভিযান চলছে।