৫ May ২০২৫ Monday ২:৫৪:৫০ PM | ![]() ![]() ![]() ![]() |
Warning: Trying to access array offset on null in /home/amdrbari/domains/amaderbarisal.com/public_html/wp-content/themes/newsbee/news.php on line 6
ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়ায় “সংখ্যালঘুর জমি দখল হচ্ছে প্রভাবশালীদের দ্বারা” ফেইজবুকে এমন মিথ্যা সংবাদ প্রচার করার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন স্কুল শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম।
আজ ৫ মে সোমবার দুপুরে কাঠালিয়া প্রেসক্লাব সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, আমুয়া চালতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম, তিনি জানান- গত ৩ মে ঐগ নধফধষ নামের ফেইজবুক আইডি থেকে “সংখ্যালঘুদের জমি দখল হচ্ছে প্রভাবশালীদের দ্বারা” এ শিরোনামে প্রচারিত সংবাদটি সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। আমরা এ মিথ্যা ও হয়রানি মূলক প্রচার প্রচারনা বন্ধ এবং জড়িতদের দ্রæত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
সংবাদটিতে সংখ্যালঘু হিসেবে উপজেলার আমুয়া গ্রামের অবনী কুমার দাসের ছেলে সমির কুমার দাস নামে যে ব্যক্তিকে ব্যবহার করা হয়েছে, আদৌও এ সমিরের সাথে আমাদের কোন দিন জমা-জমি ক্রয়-বিক্রয় হয়নি। সমির দাস এলাকায় দুষ্ট প্রকৃতির লোক ও ভূমি দস্যু হিসেবে পরিচিত। সে বিগত সরকারের আমালে ভূয়া ওয়ারিশ সার্টিফিকেট তৈরি করে বিভিন্ন মুসলিম ও হিন্দু পরিবারের লোকদের মামলা, হামলা ও ভয়ভীতি দেখিয়ে হয়রানি করে আসছে। আমার পিতা মোঃ দেলোয়ার হোসেন ১৯৯৯ সালে স্থানীয় মোঃ শাহজাহান বেপারীর কাছ থেকে জমি ক্রয় করেন। ঐ সময় থেকে আমরা এ জমি ভোগ দখল করে আসছি। এখানে কোন সংখ্যালঘু পরিবার কিংবা সমির কুমারের অংশ নেই।
সম্মেলনে উপস্থিত অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ শাহজাহান বেপারী জানান, ১৯৯৯ সালে আমুয়া গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের কাছে এ জমি বিক্রি করি। দীর্ঘ ২৭ বছর যাবৎ দেলোয়ার জমি ভোগদখল করে আসছে। আমি ১৯৭০ সালে বিজয় কুমারের কাছ থেকে জমি ক্রয় করি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আমুয়া এসি গালর্স মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল মামুন, ব্যবসায়ী মোঃ সুমন বেপারী।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |