কাঠালিয়ায় ছাত্রদল নেতার পুকুরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধন

কাঠালিয়ায় ছাত্রদল নেতার পুকুরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধন

১১ July ২০২৫ Friday ২:৩৭:৪৪ PM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধিঃ –

কাঠালিয়ায় ছাত্রদল নেতার পুকুরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধন

ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া বাজার সংলগ্ন একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ নিধনের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত পুকুরটির মালিক স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও ছাত্রদল নেতা মো. মামুন পোদ্দার। গত রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন পোদ্দার দীর্ঘদিন ধরে তার পুকুরে দেশীয় ও বিদেশি প্রজাতির বিভিন্ন মাছ চাষ করে আসছিলেন। শনিবার সকালে পুকুরের পানি অস্বাভাবিক রঙ ধারণ করে এবং দুর্গন্ধ ছড়াতে থাকে। পরে স্থানীয়দের খবর পেয়ে মামুন পুকুরে এসে দেখেন, পুকুরের প্রায় সব মাছ মরে পানিতে ভেসে উঠেছে।

ক্ষোভ প্রকাশ করে মামুন পোদ্দার বলেন, “এটা শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, এটি আমার কয়েক বছরের শ্রমের অপচয়। যারা এই কাজ করেছে তারা একজন মৎস্যচাষির জীবিকার উপর নির্মম আঘাত হেনেছে।”

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। মামুন পোদ্দার বিষয়টি লিখিতভাবে স্থানীয় প্রশাসন ও থানা কর্তৃপক্ষকে অবহিত করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts