কাঠালিয়ায় অসহায়দের মাঝে শিল্পপতি আরিফ হোসেনের ঈদ উপহার বিতরণ

কাঠালিয়ায় অসহায়দের মাঝে শিল্পপতি আরিফ হোসেনের ঈদ উপহার বিতরণ

২৯ March ২০২৫ Saturday ৪:২৯:৪৩ PM

Print this E-mail this


কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ

কাঠালিয়ায় অসহায়দের মাঝে শিল্পপতি আরিফ হোসেনের ঈদ উপহার বিতরণ

ঝালকাঠির কাঠালিয়ায় শিল্পপতি মোঃ আরিফ হোসেনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এ সময় দারিদ্রদের মাঝে শাড়ি, লুঙ্গি, চিনি, সেমাই, দুধ ও ট্যাংক বিতরণ করা হয়। এ অনুষ্ঠানের পূর্বে তিনজন বেকার দরিদ্রকে ৩টি অটোরিক্সা প্রদান করেন।

আজ ২৯ মার্চ শনিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে কাঠালিয়া প্রেসক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এ উপহার সামগ্রী বিতরণ করেন। সভায় সভাপতিত্ব করেন কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম।

বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাঠালিয়া থানা অফিসার ইনর্চাজ মং চেনলা, বিএনপি নেতা ও ইউপি সদস্য মোঃ সামছুল আলম, কাঠালিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ শহীদুল আলম। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঠালিয়া প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ সরোয়ার হোসেন, মাওলানা খাইরুল আমিন ছগির, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন আকাশ, প্রচার সম্পাদক মাছুম বিল্লাহ, নির্বাহী সদস্য মাছুম বিল্লাহ জুয়েল, মোঃ জাহিদুল ইসলাম, সদস্য মোঃ মহসীন খান, মোঃ শাকিল হোসেন, মোঃ সিরাজুল ইসলাম রনি, মোঃ রাকিবুল ইসলাম বাপ্পি, মোঃ আহমাদুল্লাহ রবিউল, মোঃ ইলিয়াস হোসেন, মোঃ মাহাফুজুর রহমান গাজী, মোঃ সাইফুল হোসেন প্রমূখ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts