কাজী সালাউদ্দিনের সফল অস্ত্রোপচার

কাজী সালাউদ্দিনের সফল অস্ত্রোপচার

কাজী সালাউদ্দিনের সফল অস্ত্রোপচার

ফাইল ছবি

অবসান হয়েছে সকল উদ্বেগ-উৎকন্ঠার। সফলভাবেই সম্পন্ন হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের অস্ত্রোপচার। জটিল এই আস্ত্রোপচারে সময় লাগে ছয় ঘণ্টারও বেশি। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে বিকেল চারটা পর্যন্ত অপারেশন চলে তার। পরে তাকে রাখা হয় নিবিড় পর্যবেক্ষণে।

শিগগিরই কাজী সালাউদ্দিন সুস্থ হবেন বলে আশাবাদী বাফুফে ও তার পরিবার। অস্ত্রোপচার পরবর্তী সময়ে এই ক্রীড়া ব্যক্তিত্বের দ্রুত সুস্থ হওয়ার জন্যও সবার কাছে দোয়াও চেয়েছে তারা।

তবে এতো সহজ ছিল না তার অপারেশনের পথটা। কারণ শারীরিক জটিলতা বাধা হয়ে দাঁড়ায় সার্জারিতে। কয়েক দফা পেছানো হয় সার্জারির তারিখ। রক্তচাপ, কাশিসহ অন্যান্য জটিলতা নিয়ন্ত্রণে আসার পরই নেয়া হয় এই সিদ্ধান্ত।

এর আগে, বিজয় দিবসে স্বাধীন বাংলা ফুটবল দলের নামফলক উন্মোচন করেন কাজী সালাউদ্দিন। এরপরই অসুস্থ হয়ে শরণাপন্ন হন চিকিৎসকের। ১৭ ডিসেম্বের রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। হৃদযন্ত্রে ব্লক ধরা পড়লে সিদ্ধান্ত নেয়া হয় বাইপাস সার্জারির।

/এনকে

Explore More Districts