কাজী শাহেদ আহমেদের ইন্তেকাল

কাজী শাহেদ আহমেদের ইন্তেকাল

kazi shahed ahamed

বিশিষ্ট ব্যবসায়ী জেমকন গ্রুপের চেয়ারম্যান কাজী শাহেদ আহমেদ আর নেই। সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান বলে তাঁর ছোট ছেলে কাজী ইনাম আহমেদ নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৩ বছর।

যশোরে ১৯৪০ সালে কাজী শাহেদ আহমেদের জন্ম। ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক করার পর তিনি ১৪ বছর সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রতিষ্ঠাকালীন প্লাটুন কমান্ডারদের একজন। ১৯৭৯ সালে ‘জেমকন গ্রুপ’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাঁর ব্যবসায়ী জীবন শুরু।

কাজী শাহেদ আহমেদের তিন সন্তানের মধ্যে বড় ছেলে কাজী নাবিল আহমেদ আওয়ামী লীগের সংসদ সদস্য। একই সঙ্গে তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি।

মেজো ছেলে কাজী আনিস আহমেদ ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন এবং অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন এবং সাহিত্য পত্রিকা বেঙ্গল লাইটসের প্রকাশক।

ছোট ছেলে কাজী ইনাম আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক।

কাজী শাহেদ ‘খবরের কাগজ’ ও ‘আজকের কাগজ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক। তাঁর স্ত্রী আমিনা আহমেদ বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী।

Explore More Districts