কাজিরহাটে ডেভিড হান্ট অভিযানে আওয়ামী লীগের সদস্য আলমগীর মাতুব্বর গ্রেফতার

কাজিরহাটে ডেভিড হান্ট অভিযানে আওয়ামী লীগের সদস্য আলমগীর মাতুব্বর গ্রেফতার

১৮ December ২০২৫ Thursday ২:৩৬:০৫ PM

Print this E-mail this


মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

কাজিরহাটে ডেভিড হান্ট অভিযানে আওয়ামী লীগের সদস্য আলমগীর মাতুব্বর গ্রেফতার

বরিশালের কাজিরহাট থানাধীন বিদ্যানন্দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সদস্য আলমগীর মাতুব্বরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতের দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, আলমগীর মাতুব্বর এলাকায় আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত হলেও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। গত ৮ ফেব্রুয়ারি ২০২৫ ইংরেজি তারিখে লতা ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন শাহিদের ওপর রাত আনুমানিক ১০টার দিকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় হুমায়ুন শাহিদ কাজিরহাট থানায় রহিম শরীফসহ কয়েকজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে এরই মধ্যে একাধিক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে ‘ডেভিড হান্ট’ পেজ–২ অভিযানের অংশ হিসেবে কাজিরহাট থানার তদন্ত কর্মকর্তা দীপঙ্করসহ এসআই হৃদয় চাকলাদার ও অন্যান্য পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানে বিস্ফোরণ মামলায় সন্দেহভাজন এবং অন্যান্য অভিযোগের প্রেক্ষিতে আলমগীর মাতুব্বরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আলমগীর মাতুব্বরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts