কাউনিয়া স্কুল মাঠে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন”

কাউনিয়া স্কুল মাঠে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন”

কাউনিয়া স্কুল মাঠে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন”

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও স্বাধীনতার মাস উপলক্ষ্যে রংপুরের কাউনিয়ায় উপজেলা পরিষদ ও প্রশাসনের সহযোগীতায় ক্রীড়া সংস্থা’র আয়োজনে ‘স্বাধীনতা কাপ ভলিবল টুর্নামেন্ট’ ২০২২ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) উপজেলার শহীদ মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্ট এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন। উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আশরাফুল আলমের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাসান, জমশেদ আলী, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী,বালাপাড়া সাধারন সম্পাদক দিলদার আলী প্রমুখ। এবারের প্রতিযোগীতায় কাউনিয়া উপজেলার মোট ০৮ টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী ম্যাচে উপজেলার ‘ফাল্গুনী বয়েজ’ এবং কলেজ পাড়া একে অপরের মুখোমুখি হয়। খেলাটি পরিচালনা করেন শফিকুল ইসলাম শফি,শাহ রাজু, শহিদার রহমান ও আব্দুল আজিজ বাবু । প্রথম দিনে মাঠে ছিল দর্শকদের উপচে পরা ভীড়। উল্লেখ্য, উপজেলা পরিষদ ও প্রশাসনের সহোযোগীতায় উপজেলা ক্রীড়া সংস্থা প্রত্যেক বছর স্বাধীনতার মাসে টুর্নামেন্টটির আয়োজন করে আসছে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Explore More Districts