কাউনিয়া রক্তদান কর্মসূচীর উদ্ধোধন
সাইদুল ইসলাম, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ট মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান শহীদবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শোকাবহ আগষ্ট উপলক্ষে গত রবিবার রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উদ্ভুদ্ধকরণ কর্মসূচীর উদ্ধোধন করা হয়েছে।
কর্মসূচীর উদ্ধোধন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার দিল আফরোজ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিদ্যালয়ের সভাপতি ও শহীদবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান, প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক রঙ্গদ চন্দ্র বর্মণ, মেঘনা ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী আব্দুল জব্বার, শহীদবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিমল কুমার চক্রবর্তী, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক এস এ এম গোলাম কিবরিয়া, লুৎফর রহমান, নুরন্নবী মিয়া, দুলালী রাণী প্রমূখ। মেঘনা ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান করা হয়।