কাউনিয়ায় শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ এলাকাবাসীর মানববন্ধন
কাউনিয়ায় মাদ্রাসা ছাত্রী কে যৌন হয়রানির অভিযোগে তাজুল ইসলাম তুহিন নামে এক মাদ্রাসা শিক্ষক কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে রবিবার অভিভাবকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। অভিযুক্ত শিক্ষক সিঙ্গারকুড়া আহমাদিয়া বালিকা মাদ্রাসার ইংরেজি বিষয়ের শিক্ষক ও উপজেলার বাহাগিলী গ্রামের আবুল হোসেনের পুত্র।
থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানাগেছে শিক্ষক তাজুল ইসলাম তুহিন দীর্ঘদিন ধরে ওই মাদ্রাসার শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে যৌন হয়রানি করে আসছিলেন । বুধবার (২৪ আগষ্ট) দুপরে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী কে শ্রেণি কক্ষে একা পেয়ে যৌন হয়রানি করে শিক্ষক তাজুল ইসলাম তুহিন। এ সময় মেয়েটির চিৎকারে সহপাঠীরা এগিয়ে যায়। তখন শিক্ষক তুহিন ঘটনাটি কাউকে না বলার জন্য ওই শিক্ষার্থীদের ভয়ভীতি দেখান। পরে ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে বিষয়টি তার বাবাকে জানায়। এঘটনার প্রেক্ষিতে ওইদিন একাধিক শিক্ষার্থী এবং এক অভিভাবক মাদ্রাসার সুপার বরাবর তুহিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।
এছাড়াও বৃহস্পতিবার (২৫ আগষ্ট ওই শিক্ষার্থীর বাবা থানায় লিখিত অভিযোগ করেন।
মাদ্রাসার সুপার নজরুল ইসলাম বলেন এক অভিভাবকের অভিযোগের প্রেক্ষিতে শিক্ষক তাজুল ইসলাম তুহিনকে শনিবার ২৭ আগষ্ট সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের রিপোর্ট পেলে উবর্ধতন কর্তপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এদিকে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে গত রবিবার দুপুর ১২ টার দিকে সিঙ্গারকুড়া বাজারে মাদ্রাসার সামনে নব্দীগঞ্জ – মধুপুর রোডে অভিভাবক ও সচেতন সাধারণ মানুষ মানববন্ধন কর্মসূচি পালন ও বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক তাজুল ইসলাম তুহিন তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন এ ব্যাপারে ওই শিক্ষকের বিরুদ্ধে গত শনিবার একটি শ্লীলতাহানির মামলা দায়ের করা হয়েছে।