কাউনিয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সাইদুল ইসলাম, কাউনিয়া(রংপুর)প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় গত সোমবার পালন করা হয়েছে।
এ উপলক্ষে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে রাতের প্রথম প্রহরে ১২.০১ মিনিটে উপজেলা প্রসাশন, মুক্তি যোদ্ধা সংসদ,কাউনিয়া থানা, আওয়ামী লীগ,বিএনপি,জাতীয় পার্টি, কাউনিয়া কলেজ, কাউনিয়া মোঃহোঃ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়, সাংবাদিকদের সংগঠন কাউনিয়া রিপোটার্স ইউনিটি, কাউনিয়া প্রেসক্লাব, প্রেসক্লাব কাউনিয়া, অনলাইন প্রেসক্লাব, সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পার্ঘ অর্পন করা হয়।পরে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।