কাউনিয়ায় ভুল চিকিৎসায় গবাদিপশুর মৃত্যু
রংপুরের কাউনিয়া উপজেলায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় কৃষকের দুটি গরু মারা যাওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার উপজেলার শহীদবাগ ইউনিয়নের বেইলীব্রীজ বল্লভবিষু গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া গরুর দুটির দাম প্রায় এক লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক আয়নাল হক।
কৃষক আয়নাল হক জানান, তিনি জমানো টাকা দিয়ে তিন মাস আগে বিদেশি জাতের একটি গাভী বাছুর ও প্রতিবেশীর একটি অন্তঃসত্ত্বা গাভী গরু বর্গা (আদি) লালন-পালন করছেন।
রবিবার দুপুরে গরু দুটি অসুস্থ হয়ে পড়লে তিনি স্থানীয় গবাদিপশুর পল্লী চিকিৎসককের শরণাপন্ন হয়। পরে পল্লী চিকিৎসক মোকসেদুল ইসলাম অসুস্থ গরু দুটির চিকিৎসা দেয়। এতে করে গরু দুটি আরও অসুস্থ হয়ে পড়ে। পরে ওই পল্লী চিকিৎসক অসুস্থ গরু দুটিকে পানিতে নামিয়ে রাখতে বলে।
কৃষক আয়নাল হক বলেন, পল্লী চিকিৎসক মোকসেদুল ইসলাম এর পরামর্শে রাতে গরু দুটি গোয়াল ঘরে রেখে দেয়। আজ সোমবার সকালে ঘর থেকে বের হয়ে দেখেন গোয়াল ঘরে গরু দুটি মারা গেছে।
আয়নাল হকের ছেলে আমিনুল ইসলাম বলেন, পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় তাদের গরুটি মারা গেছে। ভুল চিকিৎসার কারণে আমাদের এক লাখ টাকার ক্ষতি হয়েছে।
তবে অভিযুক্ত পল্লী চিকিৎসক মোকসেদুল ইসলাম বলেন, চিকিৎসা নয়, ফুড পয়জনিংয়ের কারনে গরু মারা যেতে পারে। তিনি বলেন, ঘটনাটি স্থানীয়ভাবে বসে মীমাংসা করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনোজিৎ সরকার বলেন, ভুল চিকিৎসায় কৃষকের গবাদি পশু মারা যাওয়ার ঘটনাটি এই মাত্র জানতে পারলেন। খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।