কাউখালী উপজেলা স্কাউটস এর কমিটি গঠন ইউএনও সভাপতি, সুব্রত কমিশনার ও মিজান সম্পাদক
২০ January ২০২৫ Monday ১১:১৬:৫৭ PM
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ স্কাউটস কাউখালী উপজেলার আয়োজনে ত্রি-বার্ষিক কাউন্সিল সভা ২০ জানুয়ারি সোমবার সকাল ১১ টায় কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লার সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান, পূর্ব আমরাজুড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দাস , সাপলেজা জয়তুনিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট এবিএম রফিকুল ইসলাম, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, কাব লীডার মোঃ নজরুজ্জামান সিকদার, স্কাউট শিক্ষক বাবুল ঘোষ, উত্তর হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান আল মামুন খান ও কাব শিক্ষক জাহানারা বেগম প্রমুখ। নির্বাচনী অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লাকে সভাপতি ( পদাধিকারবলে), কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়কে কমিশনার ও কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামসুর রহমান মিজানকে সম্পাদক করে ২৫ সদস্য নির্বাহী কমিটি গঠন করা হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু
এক যুগ ধরে বন্ধ বরিশাল পাবলিক লাইব্রেরি
পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু
নেতাদের দায়িত্ব হলো ভবিষ্যৎ নেতৃত্ব সৃষ্টি করা: আউয়াল মিন্টু
ষড়যন্ত্র হচ্ছে, জাতীয় ঐক্য ধরে রাখতে হবে: সেলিমা রহমান