কাউখালী প্রতিনিধি পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা বিএনপি’র উদ্যোগে রবিবার (৯মার্চ) উত্তর বাজার বালুর মাঠে এই বর্ধিত সভা সকাল১০টা থেকে শুরু হয়ে চলে বিকেল ৪টায় পর্যন্ত চলে।সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবীর এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সদস্য সচিব এইচ.এম দ্বীন মোহাম্মদ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু।সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাবলু, জেলা বিএনপি’র যুগ্ন-আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান,শেখ হাসানুল কবীর লীন প্রমূখ। এ ছাড়া উপজেলা ,ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন ।প্রধান অতিথি কাজী রওনকুল ইসলাম টিপু বলেছেন, স্বাধীনতার সুফল ভোগ করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দলের মধ্যে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দিব না, বিশৃঙ্খলা করলে তাদেরকে ছাড় দেওয়া হবে না। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে গিয়ে ১৭ বছর হাজারো নেতাকর্মী গুম, খুন ও হামলা মামলার শিকার হয়েছে। গত ৫ আগস্ট স্বেরাচারি হাসিনাকে উৎখাত করার আন্দোলনে আমাদের অনেক নেতাকর্মী শাহাদাত বরণ করেছে সুতরাং এখনও স্বেরাচারি হাসিনা সরকারের পেতাত্বারা সক্রিয় রয়েছে, তাদেরকে প্রতিহত করার পাশাপাশি তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে। সভায় আগত বিভিন্ন ইউনিয়ন বিএপি’র নেতা-কর্মীরা বিগত হাসিনা সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের উপর জুলুম, হামলা ও মামলাসহ নানা নির্যাতনের চিত্র তুলে ধরেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
যুবদল নেতা সুরুজ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার