কাউখালী উপজেলা আ.লীগ সভাপতি সহ তিনজন কারাগারে

কাউখালী উপজেলা আ.লীগ সভাপতি সহ তিনজন কারাগারে

৯ July ২০২৫ Wednesday ৮:১১:০৩ PM

Print this E-mail this


কাউখালী উপজেলা আ.লীগ সভাপতি সহ তিনজন কারাগারে

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতাঃ পিরোজপুরে কাউখালীতে বি এন পি কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় তিনজনকে কারগারে পাঠিয়েছে আদালত। এরা হলেন কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ,সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন,উপজেলা যুবলীগের সদস্য সচিব নাসির উদ্দিন তালুকদার।

বুধবার তারা পিরোজপুর জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে জেলা ও দায়রা মোঃ জজ মজিবর রহমান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আবুল কালাম আকন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানাগেছে, গত বছরের ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ঐ বছরের ১৩ অক্টোবর স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল মাহামুদ বাদী হয়ে কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনুকে প্রধান আসামী করে কাউখালী থানায় মামলা দায়ের করে। এ মামলায় উচ্চ আদালত থেকে আট সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন নিয়েছিলেন উপজেলা আওয়ামীলীগের এই তিন নেতা। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে বুধবার তারা পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন বহালের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে আসামিপক্ষের আইনজীবী আহসানুল কবীর বাদল আওয়ামী লীগ নেতা একেএম আব্দুস শহীদের পক্ষে আদালতে তার বয়স, শারীরিক অবস্থা এবং রাজনৈতিক পরিচিতি বিবেচনায় জামিন আবেদন করেন।

তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী মামলার প্রক্রিয়া ও অভিযোগের গুরুত্ব তুলে ধরে জামিনের বিরোধিতা করেন উভয়পক্ষের শুনানি শেষে আদালত অ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ,মাহামুদ খান খোকন এবং নাসির উদ্দিন তালুকদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বলে জানান আসামি পক্ষের আইনজীবী।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts