| ২৩ October ২০২৫ Thursday ১১:২৭:৩২ PM | |
কাউখালী ((পিরোজপুর) প্রতিনিধি:

শ্রী গুরু সংঘ প্রতিষ্ঠাতা ধর্মগুরু শ্রীশ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের এর ১৩৪তম আবির্ভাবকে ঘিরে পিরোজপুর জেলার কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের ৫ দিনব্যাপী বাৎসরিক উৎসব শুরু হচ্ছে ৬ নভেম্বর ।
হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এ অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের সাথে উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর ) দুপুরে কাউখালী শ্রী গুরু সংঘ কেন্দ্রীয় আশ্রম প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
মতবিনিময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার খানঁ মুহাম্মদ আবু নাসের।
আশ্রমের কেন্দ্রীয় সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার( নেছারাবাদ সার্কেল) সাবিয়া মেহেবুবা, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ সোলায়মান।
বক্তারা বলেন, শ্রী গুরু সংঘে প্রতি বছর সনাতনী ধর্মাবলম্বীদের একটি বৃহৎ ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হয়। এ উৎসব যাতে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।”
সভায় বক্তারা আশ্রম এলাকায় সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং উৎসব এলাকায় নিয়মিত টহল জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।
জানা গেছে,পাচঁ দিন ব্যাপী এ উৎসবে ২৪ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হবে।
এতে সারা দেশের ভক্তবৃন্দসহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রায় লক্ষাধিক ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটবে। পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও ভক্তবৃন্দ এ অনুষ্ঠানে সমবেত হবেন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

