কাউখালীর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলী হোসেন মারা গেছেন

কাউখালীর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলী হোসেন মারা গেছেন

২২ September ২০২৫ Monday ৬:১৩:৫৮ PM

Print this E-mail this


কাউখালীর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলী হোসেন মারা গেছেন

কাউখালী(পিরোজপুর)সংবাদদাতাঃ পিরোজপুরের কাউখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)। সোমবার (২২সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কাউখালী উত্তর বাজারস্থ নিজ বাসভবনে মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।সোমবার বিকেল সাড়ে প্াঁচটায় কাউখালী উপজেলার পুরাতন ঈদগাহ মাঠে এবং রাতে কেউন্দিয়া গ্রামে জানাযা শেষে রাস্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

জানাজা নামাজের আগে কাউখালী উপজেলা পরিষদ চত্বরে স্মৃতি সৌধ’র সামনে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার উপস্থিতিতে পুলিশের চৌকস দল বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদারকে গার্ড অব অনার প্রদান করেন।কাউখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার এর মৃত্যুতে জাতীয় পার্টির জেপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদক ও পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।

পৃথক পৃথক শোক বার্তায় তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।এ ছাড়া মরহুমের আত্মার শান্তি কামনা করে পৃথক ভাবে শোক প্রকাশ করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবীর. সাধারনসম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ. কাউখালী উপজেলা জাতীয় পার্টি জেপির সাধারন সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, কাউখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হাসান রবিন, কাউখালী জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি শেখ রিয়াজ আহমেদ নাহিদসহ বিভিন্ন রাজনৈতিক,মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি,সামাজিক.শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts