কাউখালীর কালীগঙ্গা নদী থেকে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

কাউখালীর কালীগঙ্গা নদী থেকে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

১৭ September ২০২৫ Wednesday ৫:৫৪:৩২ PM

Print this E-mail this


কাউখালীর কালীগঙ্গা নদী থেকে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

কাউখালী(পিরোজপুর)সংবাদদাতাপিরোজপুরের কাউখালীর কালীগঙ্গা নদী থেকে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৭সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সয়না গ্রামের চরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেন কাউখালী নৌ পুলিশ । জেলে নজরুল ইসলাম (৫৫) পাশ্ববর্তী নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের সেহাংগল গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, গত ১৫ সেপ্টেম্বর সোমবার নেছারাবাদ সেহাংগল বাড়ি থেকে দুপুরের দিকে পাশ্ববর্তী সন্ধ্যা নদীতে মাছ ধরার যায় । পরে মাছ ধরার সময় ছোট নৌকা থেকে পড়ে নিখোঁজ হন নজরুল।

পরে অন্য জেলেরা মানুষ বিহীন নৌকা ভাসতে দেখে নজরুলের খোঁজ শুরু হয়। সোমবার বিকেল থেকে স্থানীয় জেলেরা সন্ধ্যা ও গাবখান নদীতে অভিযান শুরু করে। তবে তার কোনো সন্ধান পাওয়া যায় নাই।

বুধবার বেলা ১১ টার দিকে কাউখালী কালীগঙ্গা নদীতে লাশ ভাসতে দেখে পরিবারের লোকজন তাকে সনাক্ত করে।

এ বিষয়ে কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নিয়াজ মোর্শেদ জানান, বুধবার কাউখালীর সয়না চরে স্থানীয়রা লাশ ভাসতে দেখে আমাদের অবহিত করলে আমরা উদ্ধার করি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts