কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিপিরোজপুরের কাউখালীতে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও বিক্রি বন্ধে দক্ষিণ বাজারে অভিযান পরিচালনা করে ১৭৪ কেজি পলিথিন জব্দ করেছে প্রশাসন।শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরের দিকে এ অভিযান পরিচালনার নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ।আইন অমান্য করে বাণিজ্যিক ভিত্তিতে পলিথিন বিক্রি ও মজুদ করার দায়ে একটি মামলায় শাহাদাত স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা ও ৫৪ কেজি পলিথিন জব্দ করা হয়। এ ছাড়া দক্ষিণ বাজারের একটি খোলা জায়গায় মজুদকৃত ১২০ কেজি পলিথিন জব্দ করা হয়। এ সময় ওই পলিথিন কেউ দাবি না করায় জরিমানা করা হয়নি।অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন, শপিং ব্যাগ মজুদ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার না করার জন্য ক্রেতা ও বিক্রেতাদের আহ্বান জানানো হয়।সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত পলিথিন বিধি মোতাবেক পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ে পাঠানো হবে। অভিযানের সময় কাউখালী থানা পুলিশের বিশেষ একটি দল সহযোগিতায় ছিলেন
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন, ভোট হবে ব্যালটে : পটুয়াখালীতে ইসি মাছউদ
বিসিসির আড়াই কোটি টাকার সিসি ক্যামেরা অন্ধ, ভরসা পুলিশের চোখে