কাউখালীতে হত্যাসহ একাধিক মামলার আসামী যুবলীগ ক্যাডার গ্রেফতার

কাউখালীতে হত্যাসহ একাধিক মামলার আসামী যুবলীগ ক্যাডার গ্রেফতার

১১ April ২০২৫ Friday ৪:২৬:০৩ PM

Print this E-mail this


কাউখালীতে হত্যাসহ একাধিক মামলার আসামী যুবলীগ ক্যাডার গ্রেফতার

কাউখালী(পিরোজপুর)সংবাদদাতাপিরোজপুরের কাউখালীতে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজিসহ একাধিক মামলার পলাতক আসামি ও যুবলীগ ক্যাডার উজ্জ্বলকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (১১এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত আড়ইটার দিকে শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতী গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়গ্রেপ্তার উজ্জ্ব মোল্লা উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতি গ্রামের জালাল মোল্লার ছেলে।পুলিশ জানায়, উজ্জ্বল মোল্লার বিরুদ্ধে কাউখালীর ইউপি সদস্য মামুন হোসেন হত্যার আসামী ও কাউখালী ও ভান্ডারিয়া থানায় ধর্ষণ, অপহরন, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তাছাড়া উজ্জ্বল মোল্লা কাউখালী উপজেলা বিএনপির অফিস ভাঙচুর মামলার ৩৫ নাম্বার আসামি।কাউখালী থানার ওসি মোঃ সোলায়মান বলেন, এ পর্যন্ত উজ্জ্বল এর নামে বিভিন্ন থানায় সাতটি মামলার তথ্য আমাদের কাছে রয়েছে। দীর্ঘদিন সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারে সক্ষম হয় পুলিশ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





বরিশালে অনুমতি নেই বৈশাখী মেলার, তবু চলছে প্রস্তুতি

পায়রা বন্দর প্রকল্পে আর্থিক ক্ষতিসাধন, দুদকের নথিপত্র তলব

এসএসসির প্রথমদিনে বরিশাল বোর্ডে অনুপস্থিত ১০৩৩ জন

দলগুলো স্বল্প সংস্কারে একমত হলে ডিসেম্বরেই নির্বাচন: প্রধান উপদেষ্টা

বরিশালে নগর বিএনপির কর্মিসভায় চেয়ারে বসা নিয়ে তুমুল মারামারি

Explore More Districts