| ২০ December ২০২৫ Saturday ৫:২৬:২০ PM | |

কাউখালী(পিরোজপুর) সংবাদদাতাঃ পিরোজপুরের কাউখালী উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রেজাউল কবীর লিটন তালুকদারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি উজিয়াল খান এলাকার মানিক মিয়া কিন্ডার গার্টেন সংলগ্ন এলাকার বাসিন্দা এবং কচুয়াকাঠী গ্রামের মুত.হাবিবুর রহমান তালুকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে লিটন তালুকদারকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নির্মাণ কাজে বাধা, চাঁদাবাজী ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন তথ্য নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |


