কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
২২ January ২০২৫ Wednesday ৮:৪৮:৩৭ PM
কাউখালী (পিরোজপুর)সংবাদদাতাপিরোজপুরের কাউখালী উপজেলায় শহীদ জিয়া স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টর উদ্বোধন করা হয়েছে।বুধবার ২২ জানুয়ারি কাউখালীসরকারি বালক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টর উদ্বোধন করেন কাউখালী উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক এস.এম আহসান কবীর।ঐতিহ্যবাহী প্রগতি স্পোর্টিং ক্লাবের আয়োজনে সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বালক বিদ্যালয় মাঠে প্রগতি স্পোর্টিং ক্লাবের সভাপতি এনামুল কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপজেলা বিএনপির সদস্য সচিব ও যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ,এম দ্বীন মোহাম্মদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ক্রীড়া সংস্থার সদস্য লিয়াকত হোসেন তালুকদার, প্রগতি স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, শহীদ প্রমূখ।টুর্নামেন্টে ১৬ টি দল অংশগ্রহণ করে রাজাপুর রয়েল, ফ্রেন্ডস ক্লাব পিরোজপুর, কলেজপাড়া একাদশ কাউখালী, রিভার সাইড ক্লাব, কাউখালী ব্যাংকার্স, ব্যাচ-২১ কাউখালী, সরকারি বালক বিদ্যালয়, ব্যাচ ১৬ কাউখালী, কাঠালিয়া ইউনাইটেড ক্লাব, কিশোর টাইগার চিরাপাড়া, ব্লাক টাইগার পিরোজপুর, আমিন বাড়ি সংঘ রাজাপুর, ইস্টবেঙ্গল ক্লাব কাউখালী, ঝালকাঠি একাদশ।উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয় ৪৮ রানে ব্যাচ ১৬ কাউখালীকে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ সির্বাচিত হন নিবির। খেলা পরিচালনা করেন স্বপন বিশ্বাস ও রাশেদুল ইসলাম।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)