২ July ২০২৫ Wednesday ৭:৩১:২১ PM | ![]() ![]() ![]() ![]() |
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতাঃ পিরোজপুরের কাউখালীতে মোটর সাইকেল চাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত ইলমা আক্তার ছামিয়া (৭) কাউখালীর চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া গ্রামের মো: দুলাল মোল্লার মেয়ে। সে চিরাপাড়া এম ই সরকারী প্রাথমিক বিদ্যালয় এর শিশু শ্রেণির ছাত্রী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার দুপুর ১২ টার দিকে খুলনা থেকে চিকিৎসা শেষে ইলমা আক্তার ছামিয়া তার মায়ের সাথে বাড়ির সামনে বটতলায় অটোরিকশা থেকে নেমে বাড়ি যাবার পথে পিছন থেকে কাউ খালী অভিমূখী একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে চাপা দিয়ে চলে যায়।স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ছামিয়াকে মৃত ঘোষণা করেন।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোলায়মান মোটর সাইকেলের চাপায় শিশু নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |