কাউখালীতে ভেজাল নারিকেল তেলের কারখানা জব্দ

কাউখালীতে ভেজাল নারিকেল তেলের কারখানা জব্দ

২১ March ২০২৫ Friday ২:৪৩:৩১ PM

Print this E-mail this


কাউখালী ((পিরোজপুর) প্রতিনিধি:

কাউখালীতে ভেজাল নারিকেল তেলের কারখানা জব্দ

পিরোজপুরের কাউখালিতে বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন ব্রান্ডের নারিকেল তেল , সরিষার তেল, গাওয়া ঘি, ডিটারজেন্ট পাউডার, আচারসহ বিভিন্ন পণ্য তৈরি ও বাজারজাত করার অভিযোগে আসপদ্দী একটি বাড়ি থেকে একটি অবৈধ তেলের কারখানা জব্দ করা হয়েছে।

এলাকাবাসী জানান, স্থানীয় আব্দুস সালামের বাসায় তার জামাই শামীম আকন নামে এক ব্যক্তি দীর্ঘ দিন ধরে এ ধরণের অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল। অভিযানের খবর শুনে বাসার সকলে পালিয়ে যায়।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর গোপন সংবাদে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্বজল মোল্লা অভিযান পরিচালনা করেন।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক দেবাশীষ রায় উপস্থিত ছিলেন।
অভিযানে জব্দকৃত প্রায় ২ লাখ টাকার ভেজাল নারিকেল তেল, কেমিকেল, ঘি তৈরির সরঞ্জাম এবং বিভিন্ন নামে কোম্পানির লেভেল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts