কাউখালীতে বিএনপির মতবিনিময় সভা

কাউখালীতে বিএনপির মতবিনিময় সভা

১৪ January ২০২৫ Tuesday ১২:৫৪:৩১ AM

Print this E-mail this


কাউখালীতে বিএনপির মতবিনিময় সভা

কাউখালী প্রতিনিধি ৷ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর স্বপ্ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্থবায়নে কাউখালী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান কলামিষ্ট, সমাজ সেবক ও রাজনীতিবিদইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম। কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে সোমবার (১৩জানুয়ারি) রাতে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বদরুদোজা মিয়া,যুগ্ন- আহবায়ক রফিকুল ইসলাম রফিক প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ বাহাউদ্দিন পলিন, লিয়াকত হোসেন,যুবদলের সাবেক সভাপতি সায়েম উদ্দিন তালুকদার, শ্রমিক দলের সভাপতি আবু তাহের বেপারী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান ফিরোজ,সদস্য সচিব রাকিব তালুকদার, উপজেলা জেলা ছাত্রদলের আহবায়ক আল মাহামুদ সুমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।ইঞ্জিনিয়ার রেজাউল করিম বলেন, তিনি ১/১১ এর বিরুদ্ধে এবং স্বাধীনতার মূলচেতনা ধ্বংসকারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করেছেন। আজ মুক্ত দেশে তিনি ফিরেছেন এটি ভালো লাগার বিষয়। তিনি দ্বিতীয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ছাত্র-জনতা এবং উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, দ্বিতীয় মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি বিদেশে থেকে বাংলাদেশের জনগণকে স্বাধীনতা বিরোধী ফ‍্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবং জনগণ ঐক‍্যবদ্ধ ছিল বলেই এই বিপ্লব সফল হয়েছে।রেজাউল করিম আরো বলেন, দেশ ও দেশের জনগণ এবং গণতন্ত্রের পক্ষে কথা বলার কারণে আওয়ামী লীগ স্বৈরাচার সরকার তার ওপর নির্যাতন-নিপীড়নের মাত্রা বাড়িয়ে দেয়,বিদেশে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালায়। পরে তিনি দেশে আসা বন্ধ করে দেন। আজকে ভোট চোর ও টাকা লুটেরা সরকার ও শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে। শেখ হাসিনা যখনই লন্ডন গিয়েছে তখনই বিমানবন্দর থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত সব জায়গায় তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ সভা-সমাবেশ করেছি। এই কারণেই শেখ হাসিনা ব্যক্তিগতভাবে আমার নামে বিদেশে ষড়যন্ত্র মুলক মামলা দেন। আমি যাতে বাংলাদেশে না আসতে পারি। শুধু তাই নয়, আমার পরিবারের নামে ও অন্যদের নামে মিথ্য মামলা দিয়ে হয়রানি করেছে।তিনি আরও বলেন, শেখ হাসিনার স্বৈরাচার সরকার মিথ্যা মামলা দিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাগারে রেখেছিল। মিথ্যা মামলা দিয়ে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও নির্বাসনে পাঠিয়েছে। এছাড়াও লাখ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে গুম-খুন করেছে। আমি বলবো- আওয়ামী স্বৈরাচার দেশ থেকে পালিয়েছে। যতদিন না তাদের বিচার হবে ততদিন পর্যন্ত দেশের মাটিতে তাদের ঠাঁই হবে না।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





গুদামে ধরে রাখার জন্য চাল আমদানি করা হচ্ছে না: খাদ্য উপদেষ্টা

বরিশালে আ. লীগ আমলে প্রকল্পভুক্ত ১৯০ সেতু বাতিল

পুলিশের ৭৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস

মোবাইলে ১০০ টাকায় খরচ ১৪২ টাকা!

Explore More Districts