কাউখালীতে পটকা মাছ খেয়ে শিশুর মৃত্যু,আশঙ্কাজনক ৪নারী
১৩ March ২০২৫ Thursday ৭:৪৯:৩৭ PM
কাউখালী প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীতে পটকা মাছ খেয়ে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম ফাতেমা আক্তার । এ ঘটনায় আরও ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।বুধবার (১২মার্চ) রাতে উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের পশ্চিম চিরাপাড়া গ্রামে ভুমিহীন চরে এ ঘটনা ঘটে।নিহত শিশুর নানা হানিফ সরদার জানান, নদী থেকে শিকার করা অন্য মাছের সাথে পটকা মাছ রাতে খাবারের সাথে খায়। পরে তারা অসুস্থ বোধ করলে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই সেখানে আমার নাতী মারা যায় এবং আমার স্ত্রী ও তিন মেয়ে অসুস্থ অবস্থসায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই বিষয়ে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুব্রত কর্মকার জানান, রাত ২টার দিকে পটকা মাছ খেয়ে গুরুতর আহত অবস্থায় ৫ রোগী আসে হাসপাতালে। তাদের মধ্যে ফাতেমা আক্তার নামে ৫ বছরের শিশুটি হাসপাতালে আসার আগেই মারা গেছে।মৃত শিশুর মা সাবিনা আক্তার (২০), খালা সিমা(১৮) ও সুমনা (১৩)আরেক বৃদ্ধা শিশুর নানী আকলিমা(৫৫)কে দ্রুত প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ডা. সুব্রত কর্মকার। চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টুও স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।এ ঘটনার পর এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিএনপিতে বিভক্ত,পাল্টা পাল্টি ইফতার আয়োজন
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও ২ মাস
পটুয়াখালীতে তিন হাজার কোটি টাকার তরমুজ বিক্রির সম্ভাবনা
৩ দিন ধরে নিখোঁজ বরিশালের এডিসি
বরিশাল শেবাচিমে বর্হিবিভাগে রোগী দেখা বন্ধ রেখেছেন চিকিৎসকরা, রোগীদের দুর্ভোগ