কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে দুই জেলের এক মাসের জেল

কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে দুই জেলের এক মাসের জেল

১২ October ২০২৫ Sunday ৭:২৭:৩৯ PM

Print this E-mail this


কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে দুই জেলের এক মাসের জেল

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতাপিরোজপুরের কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ২ জেলে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা ।

কাউখালীর সন্ধ্যা নদীর সুবিদপুরের বাদামতলা এলাকায় শনিবার গভীর রাতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অভিযোগে দুই জেলেকে আটক করে কাউখালী থানা পুলিশ ও মৎস্য বিভাগ।

কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে অভিযানে আটক জেলে সুবিদপুর গ্রামের মৃত, আমীর আলীর ছেলে পলাশ হাওলাদার (৪৫),একই গ্রামের ইয়াছিন হাওলাদারের ছেলে আব্দুল আউয়াল(২৭)কে রবিবার(১২অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাউখালীর পাচটি নদীতে চলছে মা ইলিশ রক্ষা অভিযান।

গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।বার্তা প্রেরক রবিউল হাসান রবিন কাউখালী, পিরোজপুর।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts