কাউখালীতে নারীকে কুপিয়ে আহত করার মামলার প্রধান আসামি গ্রেফতার

কাউখালীতে নারীকে কুপিয়ে আহত করার মামলার প্রধান আসামি গ্রেফতার

২০ নভেম্বর ২০২৩ সোমবার ৫:৫৬:২৭ অপরাহ্ন

Print this E-mail this


কাউখালীতে নারীকে কুপিয়ে আহত করার মামলার প্রধান আসামি গ্রেফতার

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীর গোসনতারা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধার স্ত্রী নাজমুন্নাহার বেগম (৫২) নামের এক নারীকে কুপিয়ে জখম করার মামলার প্রধান আসামি ছগির হোসেনকে (৩২) নামে এক ব্যক্তিকে র‌্যাব গ্রেফতার করেছে।

জানা গেছে, রবিবার রাতে র‌্যাব-১ ঢাকা থেকে তাকে গ্রেফতার করে। ছগির হোসেন কাউখালীর গোসনতারা গ্রামের মৃত আব্দুর রশীদ হাওলাদারের ছেলে।

২০ নভেম্বর, সোমবার র‌্যাব কাউখালী থানায় আসামি ছগির হোসেনকে হস্তান্তর করে।

জানা গেছে, গত ৬ নভেম্বর কাউখালীর গোসনতারা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে নাজমুন্নাহার বেগম (৫২) নামের এক নারীকে কুপিয়ে জখম করে। আহত নাজমুন্নাহার বেগম গোসনতারা গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের স্ত্রী। আহত ওই নারীকে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে তার অবস্থা আশংকাজনক হওয়া তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে আহত নাজমুন্নাহার বেগম ছগির হোসেনকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধেগত ১১ নভেম্বর কাউখালী থানায় একটি মামলা দায়ের করেন।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া আসামি ছগির হোসেনকে গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিকে সোমবার পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts