কাউখালীতে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কাউখালীতে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

১৬ December ২০২৫ Tuesday ৫:৪০:০৫ PM

Print this E-mail this


কাউখালীতে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কাউখালী (পিরোজপুর)সংবাদদাতাপিরোজপুরের কাউখালী উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে রাইসা (৩) নামের এক শিশু মারা গেছে। নিহত রাইসা রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের ইঁদুরবাড়ি এলাকার সুমন আকনের মেয়ে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর ) বেলা ১১টার দিকে কাউখালী বাসস্ট্যান্ড রোডে মানিক মিয়া কিন্ডারগার্টেন এর সামনে এ ঘটনা ঘটে।

শিশুটির মামা সাংবাদিক রবিউল হাসান মনির জানান, তার মা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তার সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে সে নানার বাড়ির পিছনে একটি পুকুরের পাড়ে খেলাধুলা করছিল। হঠাৎ খেলাধুলা করার সময় পুকুরে পড়ে যায়। একটু পর শিশুটির মা খোঁজাখুঁজি শুরু করেন। এর কিছুক্ষণ পর পুকুরের মধ্যে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পায়।

এ সময় স্বজনরা এসে তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.সুব্রত কর্মকার বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগে শিশুটি মারা যায়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts