কাউখালীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন, প্রতিবাদে মানববন্ধন

কাউখালীতে  ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন, প্রতিবাদে মানববন্ধন

৪ October ২০২৫ Saturday ৮:১০:৩৯ PM

Print this E-mail this


কাউখালীতে  ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন, প্রতিবাদে মানববন্ধন

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতাপিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের কালিগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর ) সকালে ইউনিয়নের সয়না গ্রামের নদী তীরবর্তী শতাধিক পরিবার এ মানববন্ধন করে।

কাউখালীর সয়না মৌজায় কালী গঙ্গা নদীতে দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার ফলে সয়না ধাবরী,মেঘপাল গ্রামে নদী ভাঙন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এ কারণে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুস্তুম আলী সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সমাজসেবী নজরুল ইসলাম তালুকদার, বিএনপি নেতা কবির হোসেন সিকদার,ছাত্রনেতা আল আমিন, ইউপি সদস্য ফিরোজ খান,ইউপি সদস্য সোনালি রানী দাস প্রমুখ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বক্তরা বলেন, অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে তাদের বিপুল পরিমাণ ফসলি জমি এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এভাবে যদি বালু উত্তোলন চলতে থাকে তাহলে বর্তমানে এই এলাকার সব বাড়ি-ঘর ও ফসলি জমি নদীতে বিলীন হয়ে যাবে।

প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে বালু উত্তোলন করা বন্ধ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts