কাউখালী প্রতিনিধি পিরোজপুরের কাউখালীতে ‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ শীর্ষক স্লোগানে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন ও পুরস্কার বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। একই দিন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।মেলায় ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ উদ্ভাবিত ধারণা থেকে আবিষ্কৃত প্রকল্প ডেমো স্টল নিয়ে অংশগ্রহণ করেন।এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান, ইজিএস শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক তানভীর আহমেদ, আমরাজুড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম দাস প্রমুখ।অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)